সেপ্টেম্বর মাসের প্রথম লক ডাউনে বীরভূমের দুবরাজপুর পুলিসের ধরপাকড়
রাজ্য সরকার ঘোষিত আজ সেপ্টেম্বর মাসের প্রথম লক ডাউনে বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিসের নাকা চেকিং চলছে সকাল থেকে।
এই করোনা ভাইরাস থেকে বাঁচতে সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্য পুলিশ যখন দিনরাত এক করে যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন। তখন এক শ্রেণির মানুষ লক ডাউন অমান্য করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।
পুলিশের ধরপাকড় ( বীরভূম )
Gepostet von ACN Life News am Sonntag, 6. September 2020
তাই এদিন লক ডাউন অমান্যকারী বেশ কয়েকজনকে পুলিশ গাড়ী সহ আটক করে।