করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মাস্ক ছাড়া ব্যক্তিদের ধরপাকড় শুরু করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিস
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে যখন বীরভূম জেলা পুলিশ দিনরাত এক করে কাজ করে যাচ্ছে। তখন এক শ্রেণির মানুষ প্রশাসনের নির্দেশকে অমান্য করে বিনা মাস্কে বাইরে ঘুরে বেড়াচ্ছেন।
তাই আজ বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিহীন ব্যক্তিদের ধরপাকড় শুরু হল। আজ বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিস মাস্ক বিহীন ব্যক্তিদের একটি করে মাস্ক প্রদান করে। পাশাপাশি বেশ কয়েকজন ব্যক্তিকে আটক করে এবং পরে মুচলেকা লিখিয়ে ছেড়ে দেওয়া হয়।
তাছাড়াও এদিন ডিএসপি (ক্রাইম) ফিরোজ খান দুবরাজপুর এলাকার বিভিন্ন পুজো মণ্ডপ ও প্যান্ডেল গুলো ঘুরে দেখেন। উল্লেখ্য, গতকাল কলকাতা হাইকোর্টের তরফ থেকে বর্তমান করোনা পরিস্থিতির উপর বিচার করে একাধিক বিধি নিষেধ সম্পর্কে নির্দেশিকা জারি করা হয়। আর এই নির্দেশিকাগুলিকে কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।
আর এর পরেই আজ সকাল থেকে পুলিশী তৎপরতা লক্ষ্য করা গেল।