আগষ্ট মাসের পঞ্চম দফার লকডাউনে ধরপাকড় বীরভূমের দুবরাজপুর থানার পুলিসের
রাজ্য সরকার ঘোষিত আগষ্ট মাসের আজ পঞ্চম দফার লকডাউন। যার ফলে থমথমে বীরভূম জেলার দুবরাজপুর শহরের রাস্তা ও বাজারঘাট।
পুলিশের ধরপাকড় ( বীরভূম )
Gepostet von ACN Life News am Mittwoch, 26. August 2020
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে বীরভূম জেলা পুলিশ যখন দিনরাত এক করে করোনা যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে তখন এক শ্রেণির মানুষ রাস্তায় অকারণে গাড়ী নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
তাই দুবরাজপুর থানার পুলিস বেশ কয়েকজন লক ডাউন অমান্যকারীদের আটক করে।