বোনের বিয়েতে ভাইকে নগদ ১০ হাজার টাকা দিয়ে সাহায্য করে নজির গড়লেন মুর্শিদাবাদের জলঙ্গী থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী উৎপল কুমার দাস ও মেজবাবু শ্রী খুরশিদ আলম।
মুর্শিদাবাদের জলঙ্গি সাহেবরামপুর কলোনির প্রতিবন্ধী বাসিন্দা আবুল কালাম যার নুন আনতে পান্তা ফুরায় এমন সময় বিয়ে বোনের বিয়ের সম্বন্ধ আসে।
বোনের বিয়ে দেওয়ার ইচ্ছা থাকলেও কিন্তু বাজার ঘাট থেকে শুরু করে টাকার সমস্যায় ভুগছেন এমন অবস্থায় জলঙ্গি থানার বড়বাবু ও মেজবাবুর সঙ্গে দেখা করে তার সমস্যার কথা বলে তারপরই তারা তাকে নগদ দশ হাজার টাকা দিয়ে সাহায্য করলেন।
https://www.facebook.com/230205334351193/videos/423158648840342
এই সাহায্য পেয়ে সাহেবরামপুরের প্রতিবন্ধী বাসিন্দা আবুল কালাম আপ্লুত হয়ে তাদের দুজনের দীর্ঘায়ু কামনা করেন এবং সাধুবাদ জানান বোনের বিয়ের বাজার ঘাটের জন্য টাকা কম পাড়ায় পুলিশের এই সাহায্য জলঙ্গি এলাকায় নজির গড়লেন।