Home আজকের খবর পুলিশের জালে 3 দুষ্কৃতি

পুলিশের জালে 3 দুষ্কৃতি

চুরি যাওয়ার দু ঘন্টার মধ্যে পুলিশি তৎপরতায় চুরি যাওয়া মাল সহ গ্রেপ্তার 3 দুষ্কৃতী। ধৃত 3 জনের কাছ থেকে উদ্ধার হয় একটি ব্যাগ। উদ্ধার হওয়া ব্যাগ থেকেই প্রচুর পরিমাণ সোনা রুপার গয়না সামগ্রী এবং অস্ত্রসস্ত্র। পুলিশ সুত্রে জানা গেছে সোমবার ভোরে গোপন সুত্রে খবর পেয়ে ওন্দা থানার আমবেড়া জঙ্গলে তিন দুস্কৃতি কারীকে আটক করে ওন্দা থানার পুলিশ।

পুলিশের কাছে খবর আসে আমবেড়া জঙ্গলের রাস্তায় তিন সন্দেহ ভাজন একটি মোটর বাইক করে দ্রুত বেগে আসছে। পুলিশের কাছে খবর আসার সাথে সাথে ততপরতার সহিত ওন্দা থানার ওসির নেতৃত্বে পুলিশ পাকড়াও করে বাইক সহ তিন জনকে। একজন দুস্কৃতি জঙ্গল রাস্তায় ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পরে পুলিশ আটক করে তাকেও।

এরপরই তিন জনের কাছ থেকে উদ্ধার হয় একটি ব্যাগ সেই ব্যাগের মধ্য থেকে সোনা রূপার গহনা উদ্ধার হয়। দুস্কৃতকারী কাছ থেকে উদ্ধার হয় বাড়ি এবং দোকানের স্যাটার ও দরজা ভাঙ্গার একাধিক সরঞ্জাম। ধৃত তিন জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে।

পুলিশের জালে 3 দুষ্কৃতি ( বাঁকুড়া )

পুলিশের জালে 3 দুষ্কৃতি ( বাঁকুড়া )

Gepostet von ACN Life News am Dienstag, 29. September 2020

গতকাল রাত্রি দুটো নাগাদ বাঁকুড়া সদর থানার শুনুকপাহাড়ী গ্রামে একটি জুয়েলারী দোকানের স্যটার ভেঙ্গে চুরি করে দোকানের সোনা এবং রূপোর গহনা। চুরি করে ওই তিন দুস্কৃতীকারী জঙ্গলের রাস্তা দিয়ে পালিয়ে যাবার সময় ওন্দা থানার পুলিশের জালে আটক হয় তিন দুস্কৃতী।

রাজিবুল মন্ডল, নাসিরুদ্দিন মন্ডল এবং সাজিবুল মন্ডল এই তিন জনকে পুলিশ গ্রেফতার করে। ধৃতদের আগামীকাল তোলা হবে বাঁকুড়া জেলা আদালতে। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে তদন্তের অগ্রগতি করতে চাইছে পুলিশ। দুস্কৃত দলে আর কেউ যুক্ত রয়েছে কিনা আর কোন কোন জায়গায় চুরির ঘটনায় যুক্ত কিনা এই দলটি খতিয়ে দেখছে পুলিশ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments