পান্ডুয়া থানার পুলিশের জালে মুম্বাইয়ের জেল ফেরত আসামী।শুক্রবার বৈঁচির পূর্ব পাড়া থেকে মহ: বাদশা কে গ্রেপ্তার করে পুলিশ অফিসাররা। পুলিশ সূত্রে খবর, 11 মাস আগে মুর্শিদাবাদের এক নাবালিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করার অপরাধে গ্রেফতার হয় বাদশা।
সেই সময় তাকে মুম্বাই পুলিশ গ্রেফতার করে। পরে তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাত থেকে ফসকে পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে বৈঁচি পূর্বপাড়া গা ঢাকা দিয়ে থাকে বাদশা।বিভিন্ন সময় মুম্বাই পুলিশের আধিকারিকরা বৈঁচি থেকে খালি হাতে ফিরতে হয় তাদের।
অবশেষে বৈঁচি পুলিশ ফাঁড়ি, পান্ডুয়া থানা ও মুম্বাই পুলিশের যৌথ উদ্যোগে শুক্রবার বাদশা কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে 224, জেল পালানোর অপরাধে এবং বিভিন্ন পকসো আইনে মামলা রুজু করা হয়। আরো জানা যায় ,মুম্বাইয়ের আন্ধারী নামক জায়গায় এম্বোটারি কাজ করতো বাদশা।
https://www.facebook.com/230205334351193/videos/1143549172755749
কাজ করার সুবাদে মুর্শিদাবাদের নাবালিকার মা একই জায়গায় কাজ করতো। সেই সময় ওই নাবালিকাকে নিয়ে পালিয়ে যায় বাদশা। সেই অপরাধে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। গ্রেপ্তার করে আদালতে তোলার সময় সে পুলিশের হাত থেকে পালিয়ে যায়।
দীর্ঘ 11 মাস বৈঁচির পূর্বপাড়ায় গা ঢাকা দিয়েছিল। পরে মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী পান্ডুয়া থানা ও বৈঁচি ফাঁড়ির পুলিশ তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের হাতে তুলে দেয়। বাদশা গ্রেফতার হওয়ায় বড় সাফল্য পেলে বলে মনে করছে রাজ্য তথা হুগলি গ্রামীণ পুলিশ।