ফের মানবিক ভূমিকায় ভাতার থানার পুলিশ। পূর্ব বর্ধমানের ভাতার থানার কুলনগর গ্রামে অসুস্থ অবস্থায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা।
করোনার ভয়ে ওই বৃদ্ধার আশেপাশে যায়নি কোনো মানুষজন। খবর পেয়ে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভাতার স্টেট হসপিটালে নিয়ে আসা হয়।
https://www.facebook.com/230205334351193/videos/701609480776744
সেখান থেকে অসুস্থ ওই বৃদ্ধাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে , ভাতার থানার পুলিশের সহযোগিতায় ওই বৃদ্ধাকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। পুলিশের এই মানবিক ভূমিকা কে সাধুবাদ জানিয়েছেন অনেকে।