পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া স্মার্টফোন ফিরে পেল এক যুবক।
জানা যায়, পূর্ব বর্ধমানের মেমারি থানার শঙ্করপুর গ্রামের বাসিন্দা কিংশুক সাঁই ,গত কয়েকদিন আগে শঙ্করপুর থেকে ভাতারে আত্মীয় বাড়ি আসার সময় বাসের মধ্যে তার ফোনটি হারিয়ে যায়।
এরপর ওই যুবক ভাতার থানায় দ্বারস্থ হয়। ভাতার থানার পুলিশ আই এম ই আই নাম্বার ধরে তদন্তে নেমে এক ব্যক্তির কাছ থেকে হারিয়ে যাওয়া ওই স্মার্টফোনটি উদ্ধার করে।
আজ ভাতার থানায় কিংশুক সাঁই নামে ওই যুবককে ডেকে তার স্মার্টফোনটি ফিরিয়ে দেয় পুলিশ ।
হারিয়ে যাওয়া স্মার্টফোনটি ফিরে পেয়ে খুশি ওই যুবক ।