বীরভূমের দুবরাজপুর থানার আইসি মাধব চন্দ্র মন্ডলকে সংবর্ধনা
এই মহামারী করোনা ভাইরাসের কারণে যখন আমরা গৃহবন্দি হয়ে ছিলাম এবং লকডাউনের দিনেও গৃহবন্দি হয়ে থাকি তখন একমাত্র পুলিশই আমাদের জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে বাজি রেখে করোনা যোদ্ধা হিসেবে কাজ করে করে গেছে।
তাই তাঁদের সম্মান জানাতে এগিয়ে এলো বীরভূম ডিস্ট্রিক্ট সোস্যাল একটিভিস্ট। এই সংস্থার সদস্যরা পুলিশ দিবস হিসেবে বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং সহ জেলার বিভিন্ন থানার আধিকারিকদের করোনা যোদ্ধা হিসেবে সংবর্ধনা দেন।
তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর থানার আইসি মাধব চন্দ্র মন্ডলকে একটি মানপত্র, উত্তরীয় এবং মিষ্টির প্যাকেট তুলে দেন সংস্থার সদস্যরা।
পুলিশকে সম্বর্ধণা ( বীরভূম )
Gepostet von ACN Life News am Freitag, 11. September 2020
সমব্যথী’ সংস্থার সম্পাদক রঙ্গন মণ্ডল জানান, যখন আমরা বাড়ীর মধ্যে রয়েছি তখন একমাত্র পুলিশমহল নিজেদের জীবনকে ঝুঁকি রেখে কর্তব্য করে যাচ্ছেন। তাই তাঁদের প্রতি আমরা চির কৃতজ্ঞ।