ডায়মণ্ডহারবারে সাংস্কৃতিক অনুষ্ঠানে গোলমাল থামাতে এসে মঞ্চে উঠে “গান” করলেন পুলিশ কর্মীরা। দূর্গা পূজার পর লক্ষ্মী পুজোর সেই লক্ষ্মী পূজা উপলক্ষে সাংস্কৃতিক,অনুষ্ঠানে,আয়োনকরা হয়। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে গন্ডগোল থামাতে গিয়ে মঞ্চে মাইক হাতে গান করলেন পুলিশকর্মীরা। আর পুলিশের এমন ভূমিকায় বেজায় খুশি ডায়মন্ড হারবার থানার কুলেশ্বর গ্রামের বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে লক্ষ্মী পূজা উপলক্ষে কুলেশ্বর এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল৷
সেই সময় কয়েকজন যুবক অনুষ্ঠানে গন্ডগোল করে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ৷ এ নিয়ে দু’ পক্ষের মধ্যে শুরু হয় বচসা৷ যার যেরে উত্তপ্ত হয়ে ওঠে কুলেশ্বর এলাকা বন্ধ হয়ে যায় লক্ষ্মীপুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান৷ শিল্পীরাও নিজেদের জিনিসপত্র গুছিয়ে বাড়ির দিকে রওনা দেবে বলে তৈরি হয়েছে। এলাকায় বাসিন্দারা খবর দেয় ডায়মন্ড হারবার থানার পুলিশক। ঘটনার খবর পেয়ে রাতেই বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে যান ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন কুমার দে। ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের চারজনকে গ্রেফতার করে পুলিশ। তবে গন্ডগোলের জেরে রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় ডায়মন্ড হারবারের ডায়মন্ড হারবে স্থানীয় বাসিন্দাদের মন ভরাক্রান্ত।
সেই সময় এসডিপিও মিতুন কুমার দে বাদ্যযন্ত্র বাদক দের ও শিল্পীদের ফিরিয়ে আনেন।শুধু তাই নয়।গ্রামবাসীদের মনোরঞ্জনের জন্য পুলিশকর্মীদেরকে মঞ্চে সঙ্গীত পরিবেশন করার উদ্যোগও নেন তিনি। এর পরেই ডায়মন্ড হারবার থানার অফিসার রবীন্দ্রনাথ মণ্ডল, কনস্টেবল অমিত হালদার সহ বেশ কয়েক জন পুলিশ কর্মী হাতে মাইক নিয়ে মঞ্চে গান গাইতে শুরু করে। তাদেরকে ডায়মন্ড হারবার হারবারে স্থায়ী বাসিন্দারা বেড়াই খুশি, পুলিশের পঞ্চমুখ করে প্রশংসায়।