ডাকাতির আগে বড়োসড়ো ছক বানচাল করল মালদা জেলার পুখুরিয়া থানার পুলিশ । রবিবার গভীর রাতে পুখুরিয়া থানার পীরগঞ্জ এলাকা থেকে একটি বুলেরো পিকাপ গাড়ি সহ ছয়জনের একটি ডাকাত দল পুলিশ গ্রেপ্তার করে । ধৃতদের কাছ থেকে ডাকাতি করার প্রচুর সরঞ্জাম অস্ত্র পাওয়া গেছে।
ধৃত ছয়জনের নাম পিকলু মন্ডল,সন্তোষ মন্ডল,ছৌটন সাহা,বাবলু মন্ডল,উজ্জ্বল মন্ডল,শ্রীনিবাস মন্ডল, প্রত্যেকের বাড়ি বৈষ্ণবনগর,কালিয়াচক এবং মোথাবাড়ি থানা এলাকার বাসিন্দা ।
পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রের খবর পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে পুখুরিয়া থানার পীরগঞ্জ এলাকায় পুলিশ হানা দেয় । সেখান থেকে পুলিশ ডাকাতের একটি দলকে একটি বোলেরো পিকাপ গাড়িতে সহ গ্রেপ্তার করে । পুলিশ সূত্রে আরো জানা গেছে এই ডাকাতদল চাঁচোল থানা এলাকায় একটি বড় কাপড় ব্যবসায়ী বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে যাওয়ার জন্য জমায়েত হয়েছিল।
ধৃতদের কাছ পুলিশ উদ্ধার করে সাটার ও বড়ো গেট কাটার গ্যাস কাটার অক্সিজেন কাটার শাটার ও বাড়ির গেট কাটার , অক্সিজেন কাটার , লোহার সরঞ্জাম, একটি আগ্নেয়াস্ত্র-গুলি ,বেশকিছু ধারালো অস্ত্র । ধৃতদের পুলিশি চাঁচোল মহকুমা আদালতে ৭ দিনের পুলিশি হেফাজত সোমবার পেশ করে।