ভিন জেলা থেকে ধান কাটার কাজে আসা শ্রমিকদের কাজ করিয়ে মজুরি না দেওয়াই ভাতার থানার দ্বারস্থ ৬জন শ্রমিক। ভাতার থানার পুলিশের হস্তক্ষেপে অবশেষে দিন মজুরির প্রাপ্য টাকা পেল ওই ৬জন শ্রমিক।
জানা যায়, সপ্তাহখানেক আগে মুর্শিদাবাদের ডোমকল থানার ছয় জন শ্রমিক পূর্ব বর্ধমানের ভাতার থানার মুরারীপুর গ্রামে এক গৃহস্থের বাড়িতে ধান কাটার কাজ করতে আসেন।
অভিযোগ, ওই গৃহস্থ 5 দিন কাজ করানোর পর মজুরি কম নিতে হবে দাবি করে তাদের পাওনা মজুরি আটকে রাখেন। টাকা না দিয়ে বাড়ি চলে যেতে বলে ওই গৃহস্থ । কাছে পয়সা না থাকার কারণে সারাদিন না খাওয়া না দেওয়া অবস্থায় অসহায় হয়ে ভাতার থানায় দ্বারস্থ হয় ওই ছয় শ্রমিক । পুলিশের পক্ষ থেকে ওই 6 জন শ্রমিকের টিফিন এর ব্যবস্থা করেন ।এরপরই ভাতার থানার পুলিশের হস্তক্ষেপে হাড়ভাঙা পরিশ্রমের প্রাপ্য টাকা পায় ওই শ্রমিকরা । মজুরির প্রাপ্য টাকা পেয়ে খুশি ওই৬জন শ্রমিক।