নিজের দলের সঙ্গে অনেক দিন ধরেই ‘দূরত্ব’ তৈরী হয়েছে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেই বিষয়টি এখন জলের মতো পরিস্কার।শুভেন্দু অধিকারী নিজে তাঁর অবস্থান স্পষ্ট না করলেও রাজনৈতিক আলোচনার কেন্দ্র বিন্দুতে এখন তিনিই। আর বর্তমানে নন্দীগ্রাম-পূর্ব মেদিনীপুর ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে গেছেন ‘দাদার অনুগামী’রা। যার রেশ এসে পড়লো বাঁকুড়ার বিষ্ণুপুরেও।
খবরে প্রকাশ, আগামী ১০ নভেম্বর নিজের জেলা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সভা করবেন শুভেন্দু অধিকারী। শনিবার সকাল থেকেই দলীয় কোন প্রতিক ছাড়াই শুভেন্দু অধিকারীর ছবি সহ ‘দাদার অনুগামী, বিষ্ণুপুরে’র সৌজন্যে ‘১০ নভেম্বর দাদার ডাকে নন্দীগ্রাম চলো’ পোষ্টারে ছেয়ে গেছে পুরো শহর। কে বা কারা এই পোষ্টার লাগিয়েছে বিষয়টি স্পষ্ট নয় কারো কাছেই। আর শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
এবিষয়ে তৃণমূলের বিষ্ণুপুর টাউন সভাপতি জয়মাল্য ঘর বলেন, এই পোষ্টার লাগানোর পিছনে তাদের কোন হাত নেই। শুভেন্দু অধিকারী কোন পোগ্রাম করতেই পারেন। এই ঘটনার পিছনে বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল তুলে তিনি আরো বলেন, ওরা সৌরভ গাঙ্গুলী থেকে মিঠুন চক্রবর্ত্তীকে নিয়ে ভাবছে। উত্তম কুমার বেঁচে থাকলে ওঁকে নিয়েও ভাবতো। বিজেপির কোন কাজ নেই তাই এসব করে বেড়াচ্ছে বলে তিনি দাবি করেন।
এই পোষ্টার বিতর্ক নিয়ে মুখ খুলেছে বিজেপিও। দলের বিষ্ণুপুর নগর মণ্ডল সভাপতি উত্তম সরকার বলেন, ‘তৃণমূলের বিভাজন স্পষ্ট ও প্রকাশ্যে চলে এসেছে’। শুধু নন্দীগ্রাম নয়, দাদার অনুগামীরা এখন সর্বত্রই ছড়িয়ে পড়েছে। উনি এখন সরকারী মঞ্চ ছেড়ে সাধারণ মঞ্চে সভা করছেন। এই পোষ্টার লাগানোর ঘটনায় তাদের কোন যোগ নেই, যা হয়েছে ও হচ্ছে তা সব ‘তৃণমূলের গৃহযুদ্ধে’র ফল বলে তিনি দাবি করেন।