Home আজকের খবর ডাকঘরে বিক্ষোভ

ডাকঘরে বিক্ষোভ

পোস্ট অফিসের সঠিক পরিষেবার দাবিতে মেজিয়া পোস্ট অফিসে বিক্ষোভ এজেন্ট ও গ্রাহকদের।

পোস্ট অফিসের সঠিক পরিষেবার দাবিতে এবার বিক্ষোভে সামিল পোস্ট অফিসের এজেন্ট ও গ্রাহকরা। বাঁকুড়ার মেজিয়ার শাখা পোস্ট  অফিসের ঘটনা।  এই শাখা পোস্ট অফিসের গ্রাহক ও এজেন্টের দাবি দীর্ঘদিন ধরে এই পোস্ট অফিসে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় পোস্ট অফিসের বেশ কিছু পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই শারদ উৎসবের প্রাকমুহুর্তে এই পোস্ট অফিস থেকে টাকা তুলতে গিয়ে হয়রানির শিকার তারা।

অবশেষে এই হাইরানি থেকে নিস্তার পেতে  শনিবার সকালে বিক্ষোভের পথে হাঁটলেন তারা। এই পোস্ট অফিসের এজেন্টের দাবি দীর্ঘ বেশ কিছুদিন যাবত এই সমস্যা সৃষ্টি হওয়ায় পোস্ট অফিসের আধিকারিকদের বিরুদ্ধে এর প্রতিবাদ করায় আধিকারিকরা এজেন্টদের এজেন্ট পদ বাতিলের হুমকি দেয় বলে অভিযোগ।

ডাকঘরে বিক্ষোভ ( বাঁকুড়া )

ডাকঘরে বিক্ষোভ ( বাঁকুড়া )

Gepostet von ACN Life News am Sonntag, 4. Oktober 2020

আজ এই পোস্ট অফিসের সামনে এজেন্টদের পাশাপাশি গ্রাহকরাও টাকা লেনদেন করতে গেলে দেখে ফের একই সমস্যা ।তাই তারা এর প্রতিকার চেয়ে পোস্ট অফিসের গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে পৌঁছায় মেজিয়া থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে বিক্ষোভ তুলে নেয় পোস্ট অফিসের গ্রাহক এজেন্ট রা।

যদিও পোস্ট অফিসের এক আধিকারিকের দাবি উর্দ্ধতন কর্তৃপক্ষ তাকে তার ইউজারনেম এবং পাসওয়ার্ড না দেয়ার কারণেই এই বিপত্তি ঘটছে বলে দাবি করেছেন। তবে এই সমস্যা খুব শিগগিরই মিটে যাবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

Most Popular

আরও এক বন্দে ভারত এক্সপ্রেস আসছে, দারুণ সুবিধা উত্তরবঙ্গবাসীর

শুক্রবার DRM অফিসে রেল বোর্ডের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানালেন উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম দিলীপ...

প্রসেনজিৎ-এর গোপন তথ্য ফাঁস করে এ কী বললেন রচনা।

কেরিয়ারের শুরু হয় ওড়িয়া সিনেমা জগৎ থেকে। আর এতবছর ইন্ডাস্ট্রিতে থাকার দরুন তার জনপ্রিয়তাও কম নয়। আর সম্প্রতি রচনার কিছু গোপন কাহিনী প্রকাশ্যে এসেছে।প্রসেনজিৎ...

নির্বাচনের আগে বড় ধাক্কা খেল বিজেপি, সুমন কাঞ্জিলালের দলত্যাগ করাতে!

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়,'কোন জনপ্রতিনিধি দল ছেড়ে চলে গেলে সাময়িক ক্ষতি হয়, কিন্তু সেই ক্ষতি চিরস্থায়ী হয় না। সংগঠনে কোনও প্রভাব পড়বে...

সেলিম খান , বচ্চনের কেরিয়ার ঘুরিয়ে দিয়েছিলেন, তা সত্বেও দু’জনের সম্পর্কে চিড় ,কেনো?

অমিতাভ বচ্চন সম্পর্কেই এক চমকপ্রদ মন্তব্য করে বসলেন সলমন খানের বাবা সেলিম। জঞ্জির’ ছবির হাত ধরে চিত্রনাট্যকার সেলিম খান এবং জাভেদ আখতার বলিউডে ‘অ্যাংরি...

Recent Comments