মুর্শিদাবাদের জলঙ্গি দয়রামপুর গ্রামের ডি পরাশপুর পোস্ট অফিসের সামনে প্রায় শতাধিক লোকজনের বিক্ষোভ।
অভিযোগ, পোষ্ট অফিস সহ বিভিন্ন দপ্তরে চাকরি দেবো বলে লক্ষ লক্ষ টাকার কাটমানি নিয়েছে ডি পরাশপুর পোস্ট অফিসের পোষ্টমাস্টার সহ বিষ্ণুপদ সরকার নামে এক ব্যাক্তি
গ্রামবাসি আরও বলেন, পোষ্টমাস্টার খাতায় টাকা না জমা করে অতোদিন আমাদের টাকা নিজের খাতায় জমা করে আত্মসাৎ করেন।
ঘটনা জানাজানি হলে আজ দুপুরের পর পরই পোষ্টমাস্টারকে ঘিরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায়।
স্থানীয় খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন জলঙ্গি থানার পুলিশ,
ঘটনা কতটা সত্য জানাতে গ্রাম বাসীর সাথে কথা বলে পরিস্থিতি নিয়ে আসা বলে সূত্রের খবর।