Home আজকের খবর বিষ্ণুপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর নামে পোষ্টার

বিষ্ণুপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর নামে পোষ্টার

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া খাতড়ার জয়ন্ত মিত্রের পর এবার বিষ্ণুপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার পোষ্টার পড়লো। বৃহস্পতিবার সকাল থেকে শহরের মটুকগঞ্জ , চক বাজার সহ বিভিন্ন জায়গায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত ঐ পোষ্টারে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী শ্যামাপ্রসাদ মুখার্জীকে ‘দাদার অনুগামী’দের তরফে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে। আর সাত সকালে বিষ্ণুপুর শহর জুড়ে এই পোষ্টার ঘিরে তৈরী হয়েছে চাঞ্চল্য।

প্রসঙ্গত, সম্প্রতি মেদিনীপুর কলেজ মাঠে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সভায় ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেন বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আর তারপর জেলার দক্ষিণের খাতড়া শহরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জয়ন্ত মিত্রের নামে মঙ্গলবার যেভাবে ও যেভাষায় পোষ্টার পড়েছিল, ঠিক সেই রকমই পোষ্টার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে দেখা গেল বিষ্ণুপুর শহরেও।

এই পোষ্টার বিতর্কে মুখ খুলেছেন স্বয়ং শ্যামাপ্রসাদ মুখার্জী। এই ঘটনার পিছনে সরাসরি তৃণমূলকে দায়ী করে তিনি বলেন, বিজেপি দেশের সর্ববৃহৎ দল। দলের উচ্চ নেতৃত্বের তরফে প্রার্থী ঘোষণা করা হবে। ঠিক তার আগে তাঁকে হেয় করতেই এসব করা হচ্ছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, তিনি এসব করতে পারেননা। পোষ্টারের বিষয়টি তার নজরে আসার পর পরই দলের কর্মীরা তা খুলে ফেলেছেন বলে তিনি জানান।

পোষ্টার বিতর্কে তাদের কোন যোগ নেই দাবি করে তৃণমূলের বিষ্ণুপুর টাউন সভাপতি জয়মাল্য ঘর বলেন, বিজেপির কে প্রার্থী হবে তা নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা নেই। আমরা ২৫০ টি আসন নিয়ে ক্ষমতায় ফিরবো। একই সঙ্গে বিজেপির ‘আদি বনাম নব্যে’র লড়াইয়ে ঐ দলের প্রার্থী তালিকায় থাকতে নিজেরাই এসব করছে বলে তিনি দাবি করেন।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments