মুখোমান্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথস্রী অভিযানের শুভসূচনা করে ছিলেন। সেই অভিযানে 12000 কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কারের ঘোষণা করেন তিনি।
তাই সেই অনুযা়ী আজকে হাজরা মোড়ে পুর সাভার উদ্যোগে পথশরী অভিযানের অন্ত্রগত রাস্তার সংস্কার কাজ শুরু করলেন প্রশাসক ফিরহাদ হাকিম সঙ্গে ছিলেন বিদ্যুৎ মন্ত্রী সভানদেব চট্টোপাধ্যায়।
এদিন ফিরহাদ হাকিম জানান পুজোর আগে কলকাতার সমস্ত রাস্তার সংস্কার করে দেওয়া হবে। যেখানে তিনি আরো জানান ইতিমধ্যে বিভিন্ন রাস্তার সারাইয়ের কাজ শুরু হয়েছে।
পুজো সময় যাতে কোনো সমস্যা যান চলাচলের ক্ষেত্রে না হয় সেদিকে লক্ষ করা হচ্ছে।