শিল্পীর শিল্পকলা কখনোই বিলীন হয়ে যায় না । সাময়িকভাবে তা চাপা পড়ে গেলেও একটা সময় বিষয়টি ফুটে ওঠে । এমনই এক শিল্পী লেন্সবৃন্দি হল আমাদের ক্যামেরায় । কর্মের ফাঁকে গানের চর্চা। বিভিন্ন গায়কের কন্ঠে গান গেয়ে রীতিমত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন পূর্ব বর্ধমানের ভাতারের কর্জনা গ্রামের বাসিন্দা পার্থসারথি। পেশায় তিনি স্থানীয় কেবল অপারেটর।
ছোটবেলা থেকেই গান ভালবাসেন তিনি। কর্মব্যস্ততার ফাঁকে বাড়িতে রীতিমতো গানের চর্চা। বিভিন্ন গায়কের কণ্ঠে তার গাওয়া গান সামাজিক মাধ্যমে ভাইরাল হতে নজর কেড়েছেন সকলের। চর্চা শুরু হয়েছে ভাতারে। পার্থ বাবু বলেন সমস্ত গায়কের কন্ঠে তিনি গান গাওয়ানোর চেষ্টা করেন।এক সময় সক্রিয়ভাবে গানের সঙ্গে যুক্ত থাকলেও কর্মব্যস্ততার কারণে এখন আর সেভাবে যুক্ত নেই তিনি।
তবে বাড়িতে গানের চর্চা চালিয়ে যাবার আগ্রহ প্রকাশ করেন তিনি। সঙ্গীতপ্রেমী মানুষদের কাছে নিজেকে মেলে ধরতে পারায় ব্যাপক খুশি প্রতিভাবান এই কন্ঠ শিল্পী ।