প্রেমের সম্পর্কে ধোকা দেওযায় আত্মঘাতী প্রেমিকা।
ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়ার পাঁচপোতায়। মঙ্গলবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। দ্বাদশ শ্রেনীর ছাত্রী রমা প্রামানিকের সাথে বিগত দুবছর ধরে প্রেমের সম্পর্ক ছিল মল্লিকপুরের বাসিন্দা কমল সিংয়ের। সম্প্রতি কমলের সাথে অন্য একজনের সম্পর্ক তৈরি হয়।
https://www.facebook.com/230205334351193/videos/1208813226170824
তা নিয়েই কয়েকদিন ধরে দুজনের বিবাদ চলছিল। শনিবার রাতে দুজনের মধ্যে বাদানুবাদ হয়। তারপর মনমরা হয়ে থাকত রুমা প্রামানিক আজ সকালে তার বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে আটক করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।