বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার সহবাস! বিয়ে না করার প্রতিবাদে স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের বাড়িতে ধর্নায় বসলে প্রেমিকা!ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের কনুয়ার উত্তর পাড়া এলাকায়! এই ঘটনাকে ঘিরে ওই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে!
জানা যায়, ওই যুবতী গত চারদিন ধরে কনুয়ার উত্তরপাড়া সুলতান আলীর ছেলে মাসুম রেজার বাড়িতে চারদিন ধরে না খেয়ে ধর্নায় রয়েছেন!
গত দুই বছর ধরে মাসুম রেজার সাথে নদীশিখ গ্রামের আর্জিনা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মাসুদ আলম আর্জিনা খাতুনের সঙ্গে একাধিকবার সহবাস করে বলে অভিযোগ! এরপর সেই প্রেমিকা বিয়ের কথা বললে মাসুদ আলম বিয়ে করতে অস্বীকার করে!
https://www.facebook.com/230205334351193/videos/182793986831138
যতবারই তাদের মধ্যে বিয়ের প্রসঙ্গ উঠে ততোবারই সে নানান টালবাহানা দিয়ে সেই প্রসঙ্গ এড়িয়ে যায়! এরপরেই সেই প্রেমিকা সিদ্ধান্ত নেয় বিয়ের জন্য তার বাড়ির সামনে এসে ধর্নায় বসেন! ধর্নায় বসার পরে প্রেমিক সহ প্রেমিকের বাড়ির সদস্যরা বাড়িতে তালা মেরে পালিয়ে যাই! তারপর থেকেই চার দিন ধরে না খেয়ে ওই প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে! রয়েছেন প্রেমিকা!
প্রেমিকা আরজিনা খাতুন এর দাবি, আমাদের মধ্যে দুবছরের সম্পর্ক এই প্রেমের সম্পর্কে আমাদের মধ্যে একাধিক বার শারীরিক সম্পর্ক হয়েছে মাসুম রেজার সাথে আমার যদি বিয়ে না হয় তাহলে আমি এই বাড়িতেই আত্মহত্যা করব বলে জানান ওই প্রেমিকাl