কর্নাটকে পৌঁছে এই রেল স্টেশনের উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী। শ্রী সিদ্ধরুধা স্বামীজি হুবলি স্টেশনটি ইতিমধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতিও পেয়েছে। সেখানে অবস্থিত মোট ১.৫ কিমি লম্বা প্ল্যাটফর্মটি বিশ্বের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম।এখানের ৮ নম্বর প্ল্যাটফর্ম তৈরি করতে মোট ২০ কোটি টাকা খরচ হয়েছে। মোট ১৫০৭ মিটার লম্বা সেখানের প্ল্যাটফর্মটি।
এই নিয়ে দক্ষিণ পশ্চিম রেলওয়ে দাবী জানিয়েছে যে, হুবলি স্টেশনের প্ল্যাটফর্মটি কেবল দেশের নয়, বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম।এর আগে দীর্ঘতম প্ল্যাটফর্মের খেতাব ছিল গোরখপুর জংশনের কাছে। সেটি মোট ১৩৬৬.৩৩ মিটার লম্বা। কিন্তু এবার হুবলির কাছে হেরে গিয়েছে গোরখপুর।
তৃতীয় স্থানে রয়েছে কেরালার কোল্লাম জংশন। সেটি ১১৮০.৫ মিটার লম্বা। হুব্বলির প্রধান জনসংযোগ আধিকারিক অনীশ হেগডে জানান যে, দীর্ঘতম প্ল্যাটফর্মটি হুবলি ইয়ার্ডের পুনর্গঠনের অংশ হিসাবে নির্মাণ হয়েছিল।