সামনে 2021 এর বিধানসভার নির্বাচন। আর এই বিধানসভার নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক রাজনৈতিক দল নিজেদের ঘর সাজাতে নেমে পড়েছে ময়দানে।
এদিন পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল ফুরফুরে মেজাজে নিজের হাতে ভাতার বাজারে বিভিন্ন প্রান্তে দলীয় পতাকা টাঙ্গালেন।
https://www.facebook.com/230205334351193/videos/408795137097949
দলীয় সংগঠনকে আরো শক্তিশালী করতে নিজের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা বেঁধে সামনের বিধানসভার নির্বাচনে লড়াইয়ের ময়দানে নেমে পড়ার ইঙ্গিত দিলেন কর্মীদের।