প্যাকেটজাত মুরগির মাংস প্রক্রিয়াকরণ প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী।
বৃহস্পতিবার বৈঁচি সিএডিসি ভবনে এই চিকেন প্রসেসিং ইউনিট প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এদিন ফিতে কেটে ফলক উন্মোচন করে ও নারকেল ফাটিয়ে প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী।
প্রকল্পের উদ্বোধন ( হুগলী )
Gepostet von ACN Life News am Freitag, 16. Oktober 2020
উপস্থিত ছিলেন, বৈঁচি সিএডিসির বিভিন্ন আধিকারিক সহ মিনমিত্রা ও প্রাণিসম্পদ স্বয়ম্ভর গোষ্ঠীর প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা। এদিন প্রশিক্ষণপ্রাপ্ত স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের শংসাপত্র বিতরণ করা হয়।
কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় এই প্যাকেটজাত মাংস রপ্তানি করা হবে এমনকি সুফল বাংলা স্টল এই প্যাকেটজাত মাংস পাওয়া যাবে বলে জানান সিএডিসির আধিকারিকরা।