আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর কোস্টাল থানা ও সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সচেতন প্রচার করা হচ্ছে গঙ্গাসাগরে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার মৎস্যজীবীদের সচেতন করা হচ্ছে এবং নদী ও সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
এর পাশাপাশি গঙ্গাসাগরে আসা সমস্ত পুণ্যার্থী দের সচেতন করা হচ্ছে আগামী ৮ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত আবহাওয়া খারাপ থাকার কারণে সমুদ্রে স্নান করতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। চলছে সচেতন প্রচার।