হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত বলাগড়ের সাহেব ডাঙ্গা ঘাট এবং রানঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির আড়ালে সরকারি অনুমতি ছাড়াই অনেকদিন ধরে চলছে ভেসেল পারাপার।
বলাগড় পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মদক্ষ কাশীনাথ হালদার বলেন মানুষ পারাপার হচ্ছে জেটি সেটি সরকারিভাবে অনুমতি থাকলেও ভেসেল পারাপারের কোন অনুমতি দেননি বলাগড় পঞ্চায়েত সমিতি। পরিবহন দপ্তরে পাশাপাশি আর টি ও কে চিঠি করা হয়েছে।
https://www.facebook.com/230205334351193/videos/413705946654044
জেটিতে যাত্রী পারাপারের ভাড়া এক টাকা বেশি নিচ্ছে যাত্রীদের কাছ থেকে সেটি কিন্তু স্বীকার করলেন বলাগড় পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মদক্ষ কাশীনাথ হালদার।
এদিন ভেসেলের বুকিং কন্ট্রোলার মৃনাল ঘোষের কথায় জানা গেল ভেসেল অনুমতি ছাড়া চললে ও তার ভাড়া নির্দিষ্ট নেই সেটা তার কথায় ধরা পরল। চার চাকার গাড়ির ভাড়া কারোর কাছ থেকে ১১০ টাকা তো কারোর কাছ থেকে ১৩০ টাকা।
এখন দেখার যাত্রী ভাড়া বেশি নেওয়ার পাশাপাশি সরকারি অনুমতি ছাড়া ভেসেল পারাপারের সমাধানসূত্র কবে বের হয় সেদিকে তাকিয়ে থাকবে আপামর জনসাধারণ।