নির্বাচন ঘোষণার আগেই জেলায় প্রশাসনিক রদ বদল। বদলি হলেন জেলা শাসক, বদলি হলেন খাতরা মহকুমা শাসক রবিরঞ্জন । বাঁকুড়ার জেলাশাসক অরুণ প্রসাদের পরিবর্তে হচ্ছেন তাঁর সহধর্মিণী কে.রাধিকা আইয়ার ।
তিনি দুর্গাপুর স্পেশ্যাল কমিশনার জি.এসটি পদে কর্মরত ছিলেন বলে জানাগেছে। অন্যদিকে তাঁর ছেড়ে আসা পদে যোগ দিচ্ছেন বিদায়ী জেলাশাসক অরুণ প্রসাদ। মঙ্গলবার নবান্ন থেকে এই নির্দেশিকা জারি হয়েছে।
সম্ভবতঃ এই প্রথম সরকারী নির্দেশে বর্তমান জেলাশাসকের ছেড়ে যাওয়া আসনে বসছেন তাঁর স্ত্রী।
শুধু জেলা শাসক নন বদলি হলেন খাতড়ার মহকুশাসক। খাতরা মহকুমা শাসক হিসাবে কাজে যোগ দিলেন মৈত্রী চক্রবর্ত্তী । তিনি সদ্য প্রাক্তন মহকুমাশাসক রবিরঞ্জনের পরিবর্তে খাতরা মহকুমা শাসক পদে নিযুক্ত হলেন ।
জানাগেছে, মহকুমাশাসক মৈত্রী চক্রবর্ত্তী রাজ্য শিল্প, বানিজ্য ও উদ্যোগ দপ্তরে কর্মরত ছিলেন। প্রসঙ্গত, এর আগে ২০১২ সাল নাগাদ তিনি খাতড়া বিডিও হিসেবে কাজ করে গেছেন। প্রায় ন’বছর পর সেই খাতড়াতেই তিনি মহকুমাশাসক হিসেবে কাজে যোগ দিলেন তিনি।