Home আজকের খবর প্রশাসনিক রদ বদল

প্রশাসনিক রদ বদল

নির্বাচন ঘোষণার আগেই জেলায় প্রশাসনিক রদ বদল। বদলি হলেন জেলা শাসক, বদলি হলেন খাতরা মহকুমা শাসক রবিরঞ্জন । বাঁকুড়ার জেলাশাসক অরুণ প্রসাদের পরিবর্তে হচ্ছেন তাঁর সহধর্মিণী কে.রাধিকা আইয়ার ।

তিনি দুর্গাপুর স্পেশ্যাল কমিশনার জি.এসটি পদে কর্মরত ছিলেন বলে জানাগেছে। অন্যদিকে তাঁর ছেড়ে আসা পদে যোগ দিচ্ছেন বিদায়ী জেলাশাসক অরুণ প্রসাদ। মঙ্গলবার নবান্ন থেকে এই নির্দেশিকা জারি হয়েছে।

সম্ভবতঃ এই প্রথম সরকারী নির্দেশে বর্তমান জেলাশাসকের ছেড়ে যাওয়া আসনে বসছেন তাঁর স্ত্রী।
শুধু জেলা শাসক নন বদলি হলেন খাতড়ার মহকুশাসক। খাতরা মহকুমা শাসক হিসাবে কাজে যোগ দিলেন মৈত্রী চক্রবর্ত্তী । তিনি সদ্য প্রাক্তন মহকুমাশাসক রবিরঞ্জনের পরিবর্তে খাতরা মহকুমা শাসক পদে নিযুক্ত হলেন ।

জানাগেছে, মহকুমাশাসক মৈত্রী চক্রবর্ত্তী রাজ্য শিল্প, বানিজ্য ও উদ্যোগ দপ্তরে কর্মরত ছিলেন। প্রসঙ্গত, এর আগে ২০১২ সাল নাগাদ তিনি খাতড়া বিডিও হিসেবে কাজ করে গেছেন। প্রায় ন’বছর পর সেই খাতড়াতেই তিনি মহকুমাশাসক হিসেবে কাজে যোগ দিলেন তিনি।

Most Popular

আরও এক বন্দে ভারত এক্সপ্রেস আসছে, দারুণ সুবিধা উত্তরবঙ্গবাসীর

শুক্রবার DRM অফিসে রেল বোর্ডের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানালেন উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম দিলীপ...

প্রসেনজিৎ-এর গোপন তথ্য ফাঁস করে এ কী বললেন রচনা।

কেরিয়ারের শুরু হয় ওড়িয়া সিনেমা জগৎ থেকে। আর এতবছর ইন্ডাস্ট্রিতে থাকার দরুন তার জনপ্রিয়তাও কম নয়। আর সম্প্রতি রচনার কিছু গোপন কাহিনী প্রকাশ্যে এসেছে।প্রসেনজিৎ...

নির্বাচনের আগে বড় ধাক্কা খেল বিজেপি, সুমন কাঞ্জিলালের দলত্যাগ করাতে!

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়,'কোন জনপ্রতিনিধি দল ছেড়ে চলে গেলে সাময়িক ক্ষতি হয়, কিন্তু সেই ক্ষতি চিরস্থায়ী হয় না। সংগঠনে কোনও প্রভাব পড়বে...

সেলিম খান , বচ্চনের কেরিয়ার ঘুরিয়ে দিয়েছিলেন, তা সত্বেও দু’জনের সম্পর্কে চিড় ,কেনো?

অমিতাভ বচ্চন সম্পর্কেই এক চমকপ্রদ মন্তব্য করে বসলেন সলমন খানের বাবা সেলিম। জঞ্জির’ ছবির হাত ধরে চিত্রনাট্যকার সেলিম খান এবং জাভেদ আখতার বলিউডে ‘অ্যাংরি...

Recent Comments