ভাতার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হকার্স উচ্ছেদ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা ভাতারের বলগোনা রেলস্টেশনে। জানা যায় ভাতারের বলগোনা রেলস্টেশন সংলগ্ন রেলের জায়গার উপর রয়েছে শতাধিক দোকানপাট। রেলের তরকে উচ্ছেদের বিজ্ঞপ্তি জারি করা হয়।
হকার্সদের রুজি রুটির স্বার্থে হকার উচ্ছেদ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে যুব তৃণমূলের পক্ষ থেকে বলগোনা স্টেশন মাস্টারকে স্মারকলিপি প্রদান করা হয় দিন কয়েক আগে। রেলের পক্ষ থেকে কোন সদুত্তর না মেলায় পুনরায় প্রতিবাদের সামিল হন যুব তৃণমূলের সদস্যরা।
বৃহস্পতিবার হকার্স উচ্ছেদ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু কোনার, যুব সভাপতি অমিত হুই, সহ-সভাপতি জুলফিকার আলী, শ্রমিক সংগঠনের নেতা শুভ্রাংশু বুট সহ অন্যান্যরা।