চতুর্থীতে বেহালা বড়িশা প্লেয়ারস কর্নারে প্রদীপ জ্বালিয়ে দুর্গাপুজো উদ্বোধন করলেন সৌরভ গাঙ্গুলী।
48 তম বর্ষের ফিতে কাটলেন দেবাশীষ গাঙ্গুলী সৌরভের কাকা। উপস্থিত ছিলেন স্নেহাসিশ গাঙ্গুলি এবং পাড়ার অন্যান্য সদস্যরা।
পুজোর উদ্বোধনে মহারাজা ( বেহালা )
পুজোর উদ্বোধনে মহারাজা ( বেহালা )
Gepostet von ACN Life News am Dienstag, 20. Oktober 2020
সমস্ত রকম সরকারি নিয়ম ও হাইকোর্টের নির্দেশ মেনে দূরত্ব বজায় রেখে দর্শকদের প্রতিমা দর্শন করতে দেওয়া হবে এখানে। দর্শক সাধারণের জন্য মণ্ডপে নো-এন্ট্রি বোর্ড এবং ডু নট ক্রস লাইন করে দেওয়া হয়েছে এখানে।
মহারাজা বললেন, এবারে যেন পুজো সবাই বাড়িতে বসেই উপভোগ করে, কিছু হলে আর কিছু করার থাকবে না। এর পাশাপাশি তিনি জানান সবাই যেন খুব সাবধানে থাকে পুজো আবার সামনের বছর আসবে আর কোভিড ও চলে যাবে।