পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বিষ্ণুপুরের মাধব গঞ্জ I
গতরাতে বিষ্ণুপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে মাধব গঞ্জ এলাকার বামন পুকুর থেকে মানিক ব্যানার্জি নামে বছর 60 এর এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চাল্য ছড়ায় l
স্থানীয় সূত্রে জানতে পারা যায় বিষ্ণুপুর শহরের রঘুনাথের এলাকার বাসিন্দা মানিক ব্যানার্জি শনিবার সন্ধ্যা সাতটা থেকে নিখোঁজ ছিলেন l বাড়ির লোকজনেরা খোঁজাখুঁজি শুরু করেন l পরে রাত্রি 10:30 নাগাদ শহরের বামুনপুকুরে তার মৃতদেহ উদ্ধার হয় l
পুকুর থেকে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ( বাঁকুড়া )
পুকুর থেকে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Sonntag, 13. September 2020
স্থানীয়রা জানান ওইদিন রাতে পুকুরের মধ্যে একটি মৃতদেহ ভাসতে দেখা যায় l ওই খবর 10 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর রবি লোচন দে কে খবর দেওয়া হয় l তিনি বিষ্ণুপুর থানা পুলিশকে বিষয়টি জানান l
পরে ঘটনাস্থলে আসেন বিষ্ণুপুর থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা আসেন l তারা মাছ ধরার জাল নামিয়ে পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করেন l খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে আসেন l দেহ শনাক্ত করেন l পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় l