Home burdwan news আমাদের ভালোবাসা বেঁচে থাকুক সবুজ হয়ে সবার মাঝে

আমাদের ভালোবাসা বেঁচে থাকুক সবুজ হয়ে সবার মাঝে

বর্ধমান, ১৬ জুলাই : বিয়ের অনুষ্টানে চারা গাছ তুলে দিলেন আমন্ত্রিতদের হাতে । এক অনন্য নজির গড়লেন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের দুবরাজ হাট গ্রামের পাল পরিবার ।

 

 

 

এদিন দুবরাজ হাট গ্রামের পাল পরিবারের উদয়গিরি পালের কন্যা পায়েল পালের শুভ বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানে আগত বরযাত্রী থেকে সকল অতিথিদের হাতে চারা গাছ তুলে দেন কনেপক্ষ । তাঁদের বক্তব্য, বর্তমানে দেশ জুড়ে চলছে করোনা পরিস্থিতি । এই মহামারীতে অক্সিজেনে হাহাকার শুরু হয়েছে চতুর্দিকে । পকেটে টাকা নিয়ে সারাদিন লাইনে দাঁড়িয়েও মিলছে না অক্সিজেন । অক্সিজেনের অভাবে বহু মানুষ মারা যাচ্ছেন । তাই কিছুটা হলেও যদি অক্সিজেনের ঘাটতি মেটানো যায়, তার জন্য সকল অতিথিদের হাতে গাছের চারা তুলে দেওয়া হল । আগত অতিথিদের কাছে একান্ত অনুরোধ তারা যেন গাছগুলোকে যত্নসহকারে বড় করে তোলেন ।

 

 

 

 

 

পাল পরিবার জানান, আজকের এই বিয়ের অনুষ্ঠানে যেমন আপনি-আমি সাক্ষী থাকব, তার পাশাপাশি সাক্ষী থাকবে এই সবুজ গাছের চারা গুলি । এই গাছগুলি ভবিষ্যতে আমাদেরকে মনে করিয়ে দেবে আজকে আমাদের এই বিবাহ মেলবন্ধনের কথা । তাই আমাদের ভালোবাসা বেঁচে থাকুক সবুজ হয়ে সবার মাঝে ।

 

 

 

 

 

উল্লেখ্য, বর্তমানে অক্সিজেনের অকাল দেশজুড়ে । অক্সিজেনের ঘাটতি মেটাতে নানা রকমের কর্মসূচি গ্রহণ করছেন সাধারণ মানুষ। দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় বিতরণ হয়েছে চারাগাছ। রাজনৈতিক দলের সদস্য থেকে শুরু করে বিভিন্ন সংগঠনগুলি পালন করেছেন চারা গাছ বিতরণ কর্মসূচী। অর্থাৎ সকলেই অক্সিজেনের ঘাটতি মেটাতে উদ্যোগী হয়েছেন। এবার অক্সিজেনের ঘাটতি মেটাতে চারা গাছ বিতরণ হল বিবাহ অনুষ্ঠানে।

 

 

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments