রূপোলি পর্দায় নির্ভীক পুলিশ অফিসারে গল্প বহুবার তুলে ধরা হয়েছে। আর এবার তেমনই এক পুলিশ অফিসারের দেখা মিলল রাজ্যে।
তিনি সাফ জানিয়ে দিলেন রাজনৈতিক দলের নেতার সামনেই এলাকায় কোথাও কোনও তোলাবাজি চলবে না ।তার সব বক্তবই তিনি বাস্তব রূপ দেন ।এ যেন বাস্তবের মাটিতে ‘দাবাং’ (Dabbang) ছবির চুলবুল পান্ডে! আসলে তিনি হলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন (Kamanasish Sen)।
তিনি বলেন একটি প্রযুক্তি গত এবং পরিচালনার পটভূমিতে আমি আমার সর্বতময় ক্ষমতা দিয়ে যেখানেই পোস্ট করি সেখানেই জনগন ও ভারতীয় পুলিশের সেবা করতে চাই।মিঃ কমনাশিশ সেন 2014 ব্যাচের আইপিএস পারদর্শী। পূর্বোক্ত লোকটি তার দক্ষ দলের সাথে এসডিপিও শ্রীরামপুর, অতিরিক্ত এসপি হুগলি, এসপি বারুইপুর এবং বর্তমানে এসপি বর্ধমান হিসাবে অপরাধ নিয়ন্ত্রণের কার্যক্রমে দুর্দান্ত কাজ করে চলেছেন।তার গোয়েন্দা নেটওয়ার্কের সাহায্যে তিনি বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি বেশ কিছু ভয়ঙ্কর অপরাধের ঘটনায় সক্রিয় ভূমিকা পালন করেন।
বর্তমানে এসপি বর্ধমান, তিনি অনেক জঘন্য কার্যকলাপ নিয়ন্ত্রণে একটি অসামান্য কাজ করছেন। তিনি একজন উদার মানুষের একটি উজ্জ্বল উদাহরণ, যিনি নিরপেক্ষ, অভাবী মানুষের জীবনে দুর্দান্ত ভূমিকা পালন করেছিলেন।আন্তর্জাতিক সম্মানে ভূষিত হতে চলেছেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন। বর্ধমান থেকে এই প্রথম কেউ আন্তর্জাতিক স্তরের সম্মান পেতে চলেছেন।
শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের তিনিই একমাত্র পুলিশ অধিকারী যিনি এই আন্তর্জাতিক স্তরের পুরস্কার পেতে চলেছেন। বিশ্বের ১৩০০ জন পুলিশকর্তার উপর বিচার করে মার্কিন যুক্তরাষ্ট্রের আইসিএপির উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের একটি প্যানেল কামনাশিষ সেনকে ২০২২ সালে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ চিফ পু�