বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও দুবরাজপুর থানার সহযোগিতায় দুদিন ব্যাপী যে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে জঙ্গল মহল কাপ এর সূচনা হল হয়েছিল তার ছিল আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর সার্কেলের সি.আই. আস্তিক মুখার্জী, দুবরাজপুর থানার আইসি মাধব চন্দ্র মন্ডল, দুবরাজপুর ব্লকের জয়েন্ট বিডিও মির সোহেল, দুবরাজপুর পৌরসভার এডমিনিসট্রেটর বোর্ডের সদস্য মির্জা সৌকত আলী, দুবরাজপুর আদালতের APP রাজেন্দ্র প্রসাদ দে সহ অন্যান্যরা। ফুটবল, তিরন্দাজি, কবাডি ও আদিবাসী নৃত্য সহ মোট চারটি ইভেণ্টে অংশ গ্রহন করে দুবরাজপুর থানা এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা।
https://www.facebook.com/230205334351193/videos/799187360933931
আজ ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী হয় বাবুপুর আদিবাসী যুব সংঘ এবং বিজিত হয় মাজুরিয়া আদিবাসী সিধুকানু সংঘ। কবাডি প্রতিযোগিতায় বিজয়ী হয় ঘোঘা আদিবাসী টাউন সংঘ এবং বিজিত হয় কুলুশীর্ষা আদিবাসী মৌমাছি ক্লাব।
আদিবাসী নৃত্যে বিজয়ী হয় মাজুরিয়া সাঁওতালী সংস্কৃতি নৃত্য দল এবং বিজিত হয় কুমারশীর্ষা আদিবাসী নৃত্য দল। সর্বপরি তিরন্দাজি প্রতিযোগিতায় তিনজন প্রতিযোগী স্থান দখল করে।
এদিন উপস্থিত অতিথিরা বিজয়ী ও বিজীত দলগুলিকে ট্রফি তুলে দেন। উল্লেখ্য, চারটি ইভেণ্টে যে সমস্ত দলগুলি বিজয়ী হয়েছে তাঁরা জেলা স্তরে গিয়ে খেলবে।