এসিএন লাইফ নিউজ, ২১ সেপ্টেম্বর : অবশেষে সাজা ঘোষণা করা হল পুরুলিয়া সূচকাণ্ডে শিশু কন্যা হত্যা ঘটনার । মঙ্গলবার পুরুলিয়া আদালতে শাস্তি ঘোষণা করা হয় । সূচ ফুটিয়ে খুনের ঘটনায় তার মা ও মায়ের প্রেমিককে মৃত্যুদণ্ড দিল আদালত। সেই রায়ের পর মা মঙ্গলা গোস্বামী দাবি করেন, তিনি নির্দোষ। তাঁর ‘প্রেমিক’ সনাতন গোস্বামী ঠাকুর অবশ্য আগাগোড়াই নির্লিপ্ত ছিলেন।
নৃশংস ঘটনাটি ঘটে ২০১৭ সালের ১১ জুলাই । পুরুলিয়ার মফসসল থানার নদিয়াড়া গ্রামের বাসিন্দা মঙ্গলা গোস্বামীর সাড়ে তিন বছরের শিশুকন্যার শরীরে সূচ ফুটিয়ে দেয় তাঁর প্রেমিক সনাতন ঠাকুর । জ্বর এবং সর্দি-কাশি নিয়ে মেয়েকে হাসপাতালে ভরতি করেছিলেন মঙ্গলা । সাড়ে তিন বছরের মেয়ের শরীরের একাধিক ক্ষত ছিল । গুরুতর আহত ওই শিশুকে কয়েকটি হাসপাতাল ঘুরে কলকাতার এসএসকেএম হাসপাতালে আনা হয় । সেখানেই মৃত্যু হয় তার । সনাতন ও মঙ্গলাকে গ্রেফতার করে পুলিশ । চার বছর ধরে চলে বিচারপর্ব । আজ পুরুলিয়ার জেলা দায়রা আদালতের বিচারক দু’জনকে খুন ও ষড়যন্ত্রের ধারায় মৃত্যুদণ্ড দেন ।
সরকারি আইনজীবীর আর্জিতে সোমবার রায়দান স্থগিত হয়ে গিয়েছিল। রায়দানের ঠিক আগের মুহূর্তে সরকারি আইনজীবী বিচারকের কাছে দাবি জানিয়েছিলেন, সংশ্লিষ্ট আইনের ধারাগুলি খতিয়ে দেখে যেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। শেষপর্যন্ত মঙ্গলবার সাজা ঘোষণা করা হয়। দু’জনকেই ফাঁসির সাজা দিয়েছে আদালত।
ছবি সৌজন্যে ইন্টারনেট