Home British রানি দ্বিতীয় এলিজাবেথের রাজবধূরা, কোন অলঙ্কারের পড়লেন ? কী তাৎপর্য সেইগুলোর?

রানি দ্বিতীয় এলিজাবেথের রাজবধূরা, কোন অলঙ্কারের পড়লেন ? কী তাৎপর্য সেইগুলোর?

 

 

শোকজ্ঞাপনের কালো পোশাকের সঙ্গে ব্রিটেনের রাজপরিবারের মহিলাদের পরতে দেখা গেল বিশেষ কিছু গয়না। কেমন গয়না পরে রানিকে শেষ বিদায় জানালেন তাঁরা? সে সব গয়নার তাৎপর্যই বা কী?
যাঁরা রাজপরিবারের খবরাখবর রাখেন, তাঁরা বলছেন তিন জনের গয়নার সঙ্গেই কোনও না কোনও ভাবে রানি দ্বিতীয় এলিজাবেথের স্মৃতি জড়িয়ে আছে।

পোশাকের সঙ্গে পরেছিলেন কালো টুপি। সঙ্গে ছিল হালকা কিছু গয়না। রাজা চার্লসের স্ত্রী ক্যামিলা পরেছিলেন হেসসে ডায়মন্ড জুবিলি ব্রোচ। হরতনের মতো দেখতে এই ব্রোচটি হিরের তৈরি। সঙ্গে রয়েছে তিনটি ঝুলন্ত নীলকান্ত মণি। ১৮৯৭ সালে রাজত্বের ৬০ বছর পূর্তিতে এই পিনটি উপহার পান রানি ভিক্টোরিয়া। পরে তা রানি দ্বিতীয় এলিজাবেথের হাতে যায়।

রানির বড় নাতি উইলিয়ামের স্ত্রী কেট পরেছিলেন বাহরিনের মুক্তোর দুল। রানি দ্বিতীয় এলিজাবেথের বিয়েতে সেটি উপহার দিয়েছিলেন বাহরিনের তৎকালীন হাকিম। গত বছর রানির স্বামী ফিলিপের শেষকৃত্যেও এই দুল পরেছিলেন কেট। এ দিন দুলের সঙ্গে তিনি গলায় পরেছিলেন রানিরই আর একটি গয়না। মুক্তোর একটি চোকার। ১৯৭১ সালে জাপান সফরে গিয়ে এই হারটি পান রানি।

১৯৮২ সালে এই হারটি পরেছিলেন রাজকুমারী ডায়ানা।মেগান যে মুক্তোর কানের দুল পরেছিলেন, সেটি তাঁকে দিয়েছিলেন খোদ রানি দ্বিতীয় এলিজাবেথ। বাগ্‌দানের অনুষ্ঠানে জলখাবার খাচ্ছিলেন মেগান ও রানি। তখনই একটি নেকলেস ও দুলের সেট মেগানকে উপহার দেন তিনি।তবে রানির শেষকৃত্যে নেকলেসটি পরেননি মেগান। শুধু দুলটিই দেখা গিয়েছে।ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথকে চিরবিদায় জানাতে হাজির ছিলেন ব্রিটেনের রাজপরিবারের সদস্যরা।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments