এসিএন লাইফ নিউজ ডেক্স, 8 অগাস্ট : আজ ২২ শ্রাবন । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস । এই বছর ২২ শে শ্রাবণ ভক্তদের কাছে খুবই শূন্য়ের । করোনা আবহে নেই কোনও উৎযাপন । রবীন্দ্রনাথ সকল বাঙালির প্রাণের মানুষ । করোনা আবহের মধ্যে দাঁড়িয়েও তাঁর লেখা, তাঁর গান, তাঁর সাহিত্য আমাদের নতুন করে বাঁচার শক্তি দিতে পারে ।
১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ৮০ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর পরলোকগমন করেন । আজও তাঁর লেখা কবিতা থেকে উপন্যাস সব কিছুই মানুষের মনে ভীষণ ভাবে প্রাসঙ্গিক । ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান । তাঁর নোবেলপ্রাপ্তি বাংলা সাহিত্যকে বিরল গৌরব এনে দেয় । শুধু সৃজনশীল সাহিত্য রচনায় নয়, সমাজ, রাষ্ট্র, শিক্ষা, অর্থনীতি নিয়ে স্বকীয় ভাবনাও তাকে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে ।
গীতাঞ্জলী, রাজর্ষি, শেষের কবিতা, চোখের বালি, নৌকাডুবি, ঘরেবাইরে, গোরা, গৃহদাহ সহ একাধিক উপন্যাস লিখেছেন তিনি । কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সংগীত, ভ্রমণ কাহিনী, চিত্রকলা সমৃদ্ধ হয়েছে তাঁর অজস্র অনন্য সৃষ্টিতে ।