Home আমূল বদল রূপে-গুণে আমূল বদল আসছে শিয়ালদহ স্টেশনে।

রূপে-গুণে আমূল বদল আসছে শিয়ালদহ স্টেশনে।

ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে রেল পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করার জন্য প্রতিনিয়ত নানান পদক্ষেপ গ্রহণ করা হয়ে আসছে। এই সকল পদক্ষেপের মধ্যে যেমন রয়েছে দ্রুতগতির ট্রেন, ঠিক সেই রকমই বিভিন্ন রেল স্টেশনকে (Railway Station) ঝাঁ চকচকে করে সাজানোর জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার এই সকল পদক্ষেপের পরিপ্রেক্ষিতে রূপে গুণে আমূল বদল আনা হচ্ছে শিয়ালদা রেল স্টেশনে (sealdah station)।শিয়ালদহ রেল স্টেশনের পরিবর্তন আনার ক্ষেত্রে প্রথমেই বদলে ফেলা হবে প্ল্যাটফর্মে থাকা টিনের শেড। পরিবর্তে স্টেশন ভবনের ছাদ জুড়ে তৈরি করা হবে রুফ প্লাজা।

এর পাশাপাশি আরও বিভিন্ন দিক দিয়ে স্টেশনের আমূল পরিবর্তন আনা হবে। আর এই সকল আমূল পরিবর্তনের জন্য রেলের তরফ থেকে ২০০ কোটি টাকা খরচ করা হচ্ছে।২০০ কোটি টাকা ব্যয়ে যে পরিবর্তন আনা হবে তাতে সবার আগে দেখা হবে সৌন্দর্যায়নের পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্য। যে জন্য তৈরি করা হবে অত্যাধুনিক ওয়েটিং রুম, ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম।

এর পাশাপাশি নতুন করে একটি প্রবেশ পথ তৈরি করা হবে। যে প্রবেশ পথটি তৈরি করা হবে পার্সেলের দিকে খাল ধার হয়ে। এই সকল কথা মাথায় রেখে ছাদকে সুন্দরভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেখানে থাকবে বিভিন্ন ধরনের খাবারের দোকান। যেখান থেকে খাবার খেয়ে যাত্রীরা নিজেদের সফর শুরু করতে পারবেন। এর পাশাপাশি নতুন করে তৈরি হবে ইন্টেরিয়র, ওয়েটিং হল, টয়লেট, বিশেষভাবে সক্ষমদের সুবিধা, এস্কেলেটর। পাশাপাশি স্টেশনের সব লাইনের নিচ পাথর সরিয়ে কংক্রিটের করা হবে।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments