আগামী 13 ই জানুয়ারি বাঁকুড়া সফরে আসছেন বিজেপি কেন্দ্রিও কমিটির সদস্য রাহুল সিনহা । দুপুর 11 টায় পাত্রসায়ের থানার কাকর ডাঙ্গা মোরে একটি সাংবাদিক সম্মেলন করবেন ।
এরপর দুপুর 12 টা থেকে এলাকার কৃষক পরিবার থেকে একবাটি করে চাল সংগ্রহ করবেন ।
এবার দুপুর 1 টায় কাকরডাঙ্গা মোড়ে ভারতীয় জনতা মজদুর সেলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বাপি হাজরার শেষ ঠিকানায় কালী পুজোর উদ্বোধন করবেন ।
এবং 2 টোর সময় পাত্রসায়ের স্টেশনে বাপ্পা কোনার নামে এক চাষীর পরিবারের মধ্যাহ্নভোজন সারবেন ।