রেলকর্মী খুনের ঘটনার কিনারা করল পুলিশ। খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ।
শনিবার গভীর রাতে রেলকর্মী খুনের ঘটনায় ২ যুবককে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, মোবারক শেখ (২০) এবং জাকির শেখ (২৪)। বাড়ি পুরাতন মালদার জলঙ্গা এলাকায়।
https://www.facebook.com/230205334351193/videos/719684028926784
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মোবারক শেখের সঙ্গে মাঝে মধ্যে শারীরিক সম্পর্ক করত ওই রেলকর্মী। ধৃত মোবারক শেখ পুলিশকে জানিয়েছে। গত ছয় মাস আগে মালদা রেল স্টেশনে টিকিট না থাকার কারণে আটকাই ওই রেলকর্মী। এরপর তাকে কোয়ার্টারে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে ।
সেই ভিডিও ছবি দেখিয়ে বারবার ব্ল্যাকমেইল করত ওই রেল কর্মী।
গত ২৬ অক্টোবর রেলকর্মী আবার মোবারককে ডেকে পাঠায় তার কোয়ার্টারে। সেই সময় গলায় গামছা জড়িয়ে রেলকর্মীকে খুন করে তারা বলে অভিযোগ।
রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হবে।