Home খবর নয়া নিয়ম আনছে রেল ,স্টেশন পেরিয়ে গেলেই এ বার থেকে আপনি বিনা...

নয়া নিয়ম আনছে রেল ,স্টেশন পেরিয়ে গেলেই এ বার থেকে আপনি বিনা টিকিটের যাত্রী

রেলের নতুন নিয়মে অবশ্য ওই ট্রেন থামলেও সেখানে বিনা টিকিটের যাত্রী হিসেবে গণ্য হতেন ফেলুদা, তোপসে এবং লালমোহনবাবু। তাঁদের সংরক্ষিত আসনে সফর করতেন অপেক্ষমাণ তালিকা থেকে আসন নিশ্চিত হওয়া অন্য কোনও যাত্রী।রেল সূত্রে খবর, সংরক্ষিত আসনের তালিকা দূরপাল্লার ট্রেনের কামরার বাইরে দরজার পাশে সাঁটিয়ে দেওয়ার ব্যবস্থা আগেই উঠে গিয়েছে। এ বার টিকিট পরীক্ষকদের হাতে ছাপানো তালিকা দেওয়ার পদ্ধতিতেও ইতি টানতে চলেছে রেল। তার বদলে টিকিট পরীক্ষার জন্য তাঁদের হাতে থাকবে ট্যাব।

নির্দিষ্ট স্টেশন থেকে ট্রেন ছাড়া মাত্র সংরক্ষিত কামরায় গিয়ে যাত্রীদের টিকিট পরীক্ষা করবেন দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক। যদি কোনও যাত্রী নির্দিষ্ট স্টেশনে ট্রেনে উঠতে না পারেন, তবে তাঁকে অনুপস্থিত ধরে নিয়ে ট্যাবের মাধ্যমে ওই আসন অপেক্ষমাণ যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। অর্থাৎ ওই আসন আরএসি (রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন) কোটায় থাকা তালিকাভুক্ত যাত্রীদের কাছে চলে যাবে। যদি তার পরেও আসন থেকে যায়, তা হলে সে ক্ষেত্রে রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট বা ওই একই ট্রেনের দূরবর্তী স্টেশনের যাত্রী যাঁদের টিকিট নিশ্চিত হয়নি, অপেক্ষমাণ তালিকা থেকে তাঁরা সুযোগ পাবেন।

উদাহরণ হিসেবে বলা যায়, হাওড়া স্টেশন থেকে দূরপাল্লার কোনও ট্রেন ছাড়ার পরে যদি দেখা যায় সংরক্ষিত কামরার নির্দিষ্ট কোনও আসনের যাত্রী এসে পৌঁছননি, তবে ট্যাবের মাধ্যমে ওই আসনের সংশ্লিষ্ট যাত্রীর অনুপস্থিত থাকার বার্তা তৎক্ষণাৎ সার্ভারকে জানিয়ে দেওয়া হবে। এর ফলে ওই আসন নতুন করে বরাদ্দ হওয়ার জন্য উন্মুক্ত হয়ে যাবে।রেল সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় ১০ হাজার টিকিট পরীক্ষককে ওই ট্যাব দেওয়া হয়েছে। আরও ১৮ হাজার টিকিট পরীক্ষকের কাছে ট্যাব পৌঁছে দেওয়া হবে। এর ফলে কামরায় টিকিট পরীক্ষার বিষয়টি পুরোপুরি ডিজিটাল এবং যন্ত্রনির্ভর হয়ে যাবে। যদি কোনও যাত্রী একেবারে শেষ মুহূর্তে ট্রেনে উঠতে গিয়ে অন্য কামরায় উঠে পড়ে থাকেন, তবে তাঁকে তৎক্ষণাৎ ওই কামরার কর্তব্যরত টিকিট পরীক্ষককে সেটা জানাতে হবে। তিনি সে ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেবেন। রেল কর্তৃপক্ষের নতুন ব্যবস্থায় দুর্নীতি কমার পাশাপাশি যাত্রীদের সফরের স্বাচ্ছন্দ্য বাড়বে বলে আশা করা হচ্ছে।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments