Home বর্ধমান জেলা jelar khobor ভিলেন বৃষ্টি, ক্ষতির মুখে লঙ্কা চাষীরা

ভিলেন বৃষ্টি, ক্ষতির মুখে লঙ্কা চাষীরা

খণ্ডঘোষ, ৩১ জুলাই : টানা বৃষ্টিতে ক্ষতির মুখে লঙ্কা চাষ । লঙ্কা চাযে বিখ্যাত খণ্ডঘোষের আড়াডাঙা গ্রাম । অন্যান্য বছরের ন্যায় এবছরও কয়েকশো বিঘা জমিতে লঙ্কা চাষ করেছিলেন চাষীরা । কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে চাষের জমি জলের তলায় । ফলে স্বাভাবিক ভাবেই ক্ষতির মুখে খণ্ডঘোষের লঙ্কা চাষীরা ।

 

চাযীরা জানান, এক বিঘা জমিতে লঙ্কা লাগানো থেকে লঙ্কা তোলা পর্যন্ত প্রায় ৩০-৪০ হাজার টাকা খরচা হয় । ফলন ভালো ভাবে বিক্রি করলে চাষীরা লাভের মুখও দেখে । তবে এই বছর চিত্রটা যে পুরো উল্টো তা জানিয়েছেন লঙ্কা চাষীরা । তাঁদের দাবি, জমিতে যে পরিমাণ জল ঢুকে গেছে তাতে প্রচুর পরিমাণে লঙ্কা নষ্ট হয়ে গেছে । এরফলে লাভের বদলে চাষের টাকা পর্ষন্ত তুলতে পারবে কি না তা নিয়ে চিন্তায় পড়েছেন চাষীরা । বহু লঙ্কা গাছে থাকলেও তা জলের তলায় বলে জানিয়েছে লঙ্কা চাষীরা ।

 

 

 

 

 

 

 

 

লঙ্কা চাষিরা জানান, সাহায্য়ের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে । যেভাবে ফসল নষ্ট হয়েছে, তাতে অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে । সরকার থেকে সাহায্য পেলে অনেকটাই সুবিধা হয় বলে জানান চাষীরা ।

 

 

 

Most Popular

ইসলামাবাদের বাজারে ভয়াবহ আগুন,।

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।দমকলের দশটি গাড়ি কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে...

হাসিমুখে তিন সিংহ এর পিছনে হাঁটছেন তরুণী ভাইরাল ভিডিও।

একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনটি সিংহকে আগে নিয়ে পেছনে হাসিমুখে তরুণী হেটে চলেছে। বেশ ভালই প্রতিক্রিয়া পেয়েছে এই ভিডিওটি।গার্লফ্রমপ্যারাডাইস৯’ নামের একটি...

আলিয়া ভট্ট মাতৃত্ব এর সময়কাল কেমন উপভোগ করছেন তিনি।

মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।’’ এই প্রসঙ্গেই আলিয়ার কাছে জানতে চাওয়া হয়, আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা...

ক্রিকেট খেলতে গিয়ে হৃদ্‌‌রোগে মৃত্যু হলো দশম শ্রেণির ছাত্রের।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।বুধবার কানপুরে বিলহাউর এলাকায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল অনুজ। ব্যাটিং করছিল সে। রান নিতে গিয়ে দৌড়নোর সময় আচমকা পড়ে যায় ওই...

Recent Comments