খণ্ডঘোষ, ৩১ জুলাই : টানা বৃষ্টিতে ক্ষতির মুখে লঙ্কা চাষ । লঙ্কা চাযে বিখ্যাত খণ্ডঘোষের আড়াডাঙা গ্রাম । অন্যান্য বছরের ন্যায় এবছরও কয়েকশো বিঘা জমিতে লঙ্কা চাষ করেছিলেন চাষীরা । কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে চাষের জমি জলের তলায় । ফলে স্বাভাবিক ভাবেই ক্ষতির মুখে খণ্ডঘোষের লঙ্কা চাষীরা ।
চাযীরা জানান, এক বিঘা জমিতে লঙ্কা লাগানো থেকে লঙ্কা তোলা পর্যন্ত প্রায় ৩০-৪০ হাজার টাকা খরচা হয় । ফলন ভালো ভাবে বিক্রি করলে চাষীরা লাভের মুখও দেখে । তবে এই বছর চিত্রটা যে পুরো উল্টো তা জানিয়েছেন লঙ্কা চাষীরা । তাঁদের দাবি, জমিতে যে পরিমাণ জল ঢুকে গেছে তাতে প্রচুর পরিমাণে লঙ্কা নষ্ট হয়ে গেছে । এরফলে লাভের বদলে চাষের টাকা পর্ষন্ত তুলতে পারবে কি না তা নিয়ে চিন্তায় পড়েছেন চাষীরা । বহু লঙ্কা গাছে থাকলেও তা জলের তলায় বলে জানিয়েছে লঙ্কা চাষীরা ।
লঙ্কা চাষিরা জানান, সাহায্য়ের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে । যেভাবে ফসল নষ্ট হয়েছে, তাতে অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে । সরকার থেকে সাহায্য পেলে অনেকটাই সুবিধা হয় বলে জানান চাষীরা ।