মুসলিম বধূরা লন্ঠনের আলো দেখায় তবেই বিসর্জনে যায় রাজ আমলের দূর্গা দেবী, ৩৫০ বছরের সম্প্রীতি আজও অটুট মালদহের চাঁচলে
প্রায় সাড়ে তিনশো বছরের পুরনোরীতি মেনে আজও দেবী দুর্গার বিদায়বেলায় লণ্ঠনের আলো দেখে তাকে বিদায় জানান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা।সম্প্রীতির এই দুর্লভ ছবি দেখতে পাওয়া যায় মালদহের চাঁচল এর মরা মহানন্দা নদীর তীরে।
চাঁচোল এর রাজা রাম চন্দ্র রায় বাহাদুর আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে এই পুজোর শুভ আরম্ভ করেছিলেন। রাজবাড়ির পূজো নামে পরিচিত চাঁচল এর এই ৩৫০ বছরের পুরনো পুজো।
https://www.facebook.com/230205334351193/videos/1806574956148711
বর্তমানে রাজা নেই রাজার রাজত্ব নেই কিন্তু রয়ে গিয়েছে রাজ আমলের প্রবর্তিত রীতি। আর সেই রীতি মেনেই দশমীর দিন গোধূলি লগ্নে চাচল পাহাড়পুরের চন্ডী মন্দিরের সামনে ঠিক ২০০ মিটার দূরে মহানন্দা নদীতে বিসর্জন দেয়া হয় দেবীপ্রতিমা কে। আর ওই বিসর্জনের সময় নদীর ওপারের বেশকিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ লন্ডনের আলো জ্বালিয়ে মা কে বিদায় জানান।
কথিত রয়েছে কোন এক কালে চাঁচল এর মরা মহানন্দা নদীর তীরবর্তী এলাকার বিদ্যানন্দপুর গ্রামে এক ভয়াবহ মহামারী দেখা দিয়েছিল সেই সময় নাকি পাহাড়পুরের চন্ডী মন্দিরের দেবী স্বপ্নে তাদেরকে হারিকেনের আলো দেখাতে বলেন। সেই থেকেই ওই এলাকার মানুষেরা আজও মাকে লন্ডনের আলো জ্বালিয়ে দশমীর দিন বিদায় জানান।