এসিএন লাইফ নিউজ, ২৯ অক্টোবর : হাসপাতালে ভর্তি দক্ষিণী সুপারষ্টার । চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে ভর্তি করা হয় রজনীকান্তকে ।
পরিবার সূত্রে খবর, রুটিন চেক-আপের জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে রজনীকান্তকে । নির্দিষ্ট সময়ের ব্যবধানে শারীরিক পরীক্ষা করানো হয় এই তারকার বলে জানা যায় ।
সোমবারই নয়া দিল্লির বিজ্ঞান ভবনে হাজির ছিলেন রজনীকান্ত । সেখানে তাঁকে দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত করেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু । চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান এটি ।
ছবি সৌজন্য : ইনস্টাগ্রাম