নদীতে তলিয়ে যাওয়া ব্যক্তির দেহ খুঁজতে প্রশাসন সুব্যবস্থা গ্রহণ করছে না।এই অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করল নিখোঁজ ব্যক্তির পরিচয় সহ স্থানীয় বাসিন্দারা।মঙ্গলবার দুপুরে মানিকচক ব্লকের নুরপুর ব্রিজ এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে মানিকচক থানার পুলিশ পৌঁছে আশ্বাস দিলে অবরোধ ওঠে।
উল্লেখ্য,সোমবার নুরপুর ব্রিজ এলাকায় কালিন্দ্রি নদীতে তলিয়ে যায় নুরপুর মন্ডল পাড়ার বাসিন্দা মোহাম্মদ আজগার সাপাতগীর। সন্তানদের সাথে স্নানে নদীতে নেমে জলের স্রোতে সন্তানদের বাঁচাতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ব্যক্তি। এরপর মানিকচক থানার পুলিশ সহ বিপর্যয় মোকাবিলা দপ্তর এর কর্মীরা খোঁজাখুঁজি করলেও কোনো খোঁজ মেলেনি ব্যক্তির।
স্থানীয় বাসিন্দা সহ নিখোঁজ ব্যক্তির পরিজনদের অভিযোগ, মঙ্গলবার সকাল থেকে প্রশাসন দেহ খুঁজতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি। সকাল থেকে কোনরকম দেহ খোঁজার কাজ চলছিল না। কখন মিলবে পুরি জনের দেহে উৎকণ্ঠায় নদীর পাড়ে বসে প্রহর গুনছিলেন পরিবারবর্গ। এই অবস্থায় ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দা সহ পরিজনরা। ও এলাকাতেই মানিকচক রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় মানিকচক থানার পুলিশ বাহিনী। ঘন্টাখানেক অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে শেষমেশ অবরোধ ওঠে।
রাজ্য সড়ক অবরোধ ( মালদা )
Gepostet von ACN Life News am Dienstag, 8. September 2020
পুলিশের তরফে স্থানীয় বাসিন্দা সহ পরিজনদের আশ্বাস দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের নদীতে নামিয়ে তল্লাশি চালানো হবে।এরপর অবরোধ উঠে।