Home খবর কুর্নিশ জানালেন নেটদুনিয়ায় এই পাকিস্তানি কন্যা কে ?

কুর্নিশ জানালেন নেটদুনিয়ায় এই পাকিস্তানি কন্যা কে ?

ফিজা ইজাজ অনলাইনে খাবার অর্ডার করেছিলেন লাহৌরে বসে ।তার কাছে ফোন আসে হ্যালো বলতেই ওই পার দিয়ে আবাজ আসে এক নারির কণ্ঠ ,বলেন তাঁর জন্য খাবার নিয়ে আসার কথা।
সে তো পুরো অবাক মে টির কণ্ঠ শুনে ।কিছু ক্ষণ পর তিনি বাড়ির গেটের বাইরে বেরিয়ে আসেন ৷ আসে তাকে দেখে রীতিমতো তিনি অবাক ।

প্রায় 10 মিনিট কথা চলে তাদের মধ্যে । যানা যায় মে টির নাম মীরাব।এরপর সমস্ত কথা তিনি অর্থাৎ যে খবার কিনেছেন সে শুনছে তার নাম ফিজা। মীরাব বলেন তাঁর প্যাশন, বাইক চালানোর দক্ষতা সবই শোনেন ফিজা ৷ তিনিও লাহৌরেই থাকেন৷ তিনি সকালে ফ্যাশন ডিজাইনিংয়ে আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স করছেন৷ রাতে তিনিই কেএফসি-র রাইডার ৷ বাড়ি বাড়ি পৌঁছে দেন লোভনীয় খাবার ৷

কোর্সের খরচ কমাতেই তাঁর এই নৈশ-কাজ ৷ আগামী তিন বছর তিনি এভাবেই সকালে ও রাতে দ্বৈত ভূমিকা পালন করতে চান ৷ যাতে কোর্সের খরচ বহন করতে পারেন ৷ যাতে পরিবারের ভরসাস্থল হতে পারেন ৷ চালাতে পারেন মায়ের চিকিৎসার খরচ ৷

তিনি সমস্ত কথা শুনে তার পর পোস্ট করেন সামাজিক মাধ্যমে৷ কিছু ক্ষণ পরে এডিটও করেন নিজের পোস্টবার্তা ৷ জানান, মীরাবের কোর্সের খরচ বহন করছে একটি সংস্থা৷ কিন্তু তিনি কেএফসি-র খাবারবাহক হয়ে কাজ করে যাবেন সংসার ও মায়ের চিকিৎসার খরচের কথা ভেবেই৷

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments