দুসপ্তাহ আগেই রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের কংক্রিটের ঢালাই রাস্তার নির্মান হয়েছে। তার মধ্যেই রাস্তার বিভিন্ন ংশে ফাটল ধরেছে। রাস্তার ধারগুলিও ধসছে।
এমনটা অভিযোগ নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী।
সোমবার মালদহের চাঁচল ১ নং ব্লকের মহানন্দাপুর জিপির স্বরুপ গঞ্জের ঘটনা।
অবরোধে জ্বলে টায়ার। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত অবরোধ চলে। ফলে বাংলা-বিহার সীমান্ত স্বরূপগঞ্জে আটকে পড়ে দুই রাজ্যের যানবাহন।
উল্লেখ্য, রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের কংক্রিটের ঢালাই রাস্তার কাজ সম্পন্ন হয়েছে দু সপ্তাহ আগে। মালদা জেলা পরিষদের সদস্য বন্দনা ঘোষের উদ্যোগে এই কাজ। রাস্তা নির্মানে ঠিকাদার বা কারা কাটমানি খেয়েছে। সেটা অধরা এলাকাবাসীর কাছে।
সূত্রের খবর ওই জিপি এলাকার মূল রাস্তা ।
https://www.facebook.com/230205334351193/videos/1655357164637324
মল্লিকপাড়া কালভার্ট থেকে মল্লিকপাড়া কবরস্থানের অভিমুখে প্রায় ২৩১ মিটার রাস্তা নির্মান হয়েছে। পথশ্রী প্রকল্পে যার বরাদ্দ হয়েছে প্রায় ৯ লক্ষ ২১ হাজার।
সঠিক পরিমানে সামগ্রী দিয়ে কাজ হয়নি। তাই রাস্তায় ফাটল ও ধসছে বলে অভিযোগ এলাকা বাসীর।
এদিন জেলা পরিষদের সদস্য বন্দনা ঘোষের অনুপস্থিততে তার স্বামী সন্তোষ ঘোষ বলেন, রাস্তা সঠিক পরিমানেই কাজ হয়েছে। এলাকাবাসী কাজ চলাকালীন ওখানে উপস্থিত ছিল। তবে রাস্তা নির্মান শেষে বাঁশ দুই দিকে ঘিরে ফেললেও জবরদস্তি এলাকার মানূষ চলাচল করেছে। তাই হইতো ধারগুলো ভেঙে গেছে। এখানে কাটমানি বলতে কিছু নেই। তবে ঠিকাদাররের সাথে এলাকার কিছু মানুষ গোপনে চূক্তি করা প্রক্রিয়া চালাচ্ছে বলে দাবী জেলাপরিষদের।