Home আজকের খবর রাস্তা নিম্নমানের : ক্ষোভ এলাকাবাসীর

রাস্তা নিম্নমানের : ক্ষোভ এলাকাবাসীর

দুসপ্তাহ আগেই রাজ‍্য সরকারের পথশ্রী প্রকল্পের কংক্রিটের ঢালাই রাস্তার নির্মান হয়েছে। তার মধ‍্যেই রাস্তার বিভিন্ন ংশে ফাটল ধরেছে। রাস্তার ধারগুলিও ধসছে।
এমনটা অভিযোগ নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী।

সোমবার মালদহের চাঁচল ১ নং ব্লকের মহানন্দাপুর জিপির স্বরুপ গঞ্জের ঘটনা।
অবরোধে জ্বলে টায়ার। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত অবরোধ চলে। ফলে বাংলা-বিহার সীমান্ত স্বরূপগঞ্জে আটকে পড়ে দুই রাজ‍্যের যানবাহন।

উল্লেখ্য, রাজ‍্য সরকারের পথশ্রী প্রকল্পের কংক্রিটের ঢালাই রাস্তার কাজ সম্পন্ন হয়েছে দু সপ্তাহ আগে। মালদা জেলা পরিষদের সদস‍্য বন্দনা ঘোষের উদ‍্যোগে এই কাজ। রাস্তা নির্মানে ঠিকাদার বা কারা কাটমানি খেয়েছে। সেটা অধরা এলাকাবাসীর কাছে।
সূত্রের খবর ওই জিপি এলাকার মূল রাস্তা ।

https://www.facebook.com/230205334351193/videos/1655357164637324

মল্লিকপাড়া কালভার্ট থেকে মল্লিকপাড়া কবরস্থানের অভিমুখে প্রায় ২৩১ মিটার রাস্তা নির্মান হয়েছে। পথশ্রী প্রকল্পে যার বরাদ্দ হয়েছে প্রায় ৯ লক্ষ ২১ হাজার।

সঠিক পরিমানে সামগ্রী দিয়ে কাজ হয়নি। তাই রাস্তায় ফাটল ও ধসছে বলে অভিযোগ এলাকা বাসীর।

এদিন জেলা পরিষদের সদস‍্য বন্দনা ঘোষের অনুপস্থিততে তার স্বামী সন্তোষ ঘোষ বলেন, রাস্তা সঠিক পরিমানেই কাজ হয়েছে। এলাকাবাসী কাজ চলাকালীন ওখানে উপস্থিত ছিল। তবে রাস্তা নির্মান শেষে বাঁশ দুই দিকে ঘিরে ফেললেও জবরদস্তি এলাকার মানূষ চলাচল করেছে। তাই হইতো ধারগুলো ভেঙে গেছে। এখানে কাটমানি বলতে কিছু নেই। তবে ঠিকাদাররের সাথে এলাকার কিছু মানুষ গোপনে চূক্তি করা প্রক্রিয়া চালাচ্ছে বলে দাবী জেলাপরিষদের।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments