Home আজকের খবর রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী, বিক্ষোভ গ্রামবাসীদের

রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী, বিক্ষোভ গ্রামবাসীদের

রাজ্যে চলছে ভোট আর তার মাঝেই শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শামিল গ্রামবাসীরা , নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা , রাস্তার কাজ বন্ধ করলো গ্রামবাসীরা এ নিয়ে শাসক-বিরোধী চাপানোর ।

বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার নারায়ণ পুর গ্রাম পঞ্চায়েতের রুইদাস পাড়ার ঘটনা , নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা । এই ঘটনাকে কেন্দ্র করে ।

স্থানীয় বাসিন্দাদের দাবি , গতবছর বর্ষাকালে এক যুবককে রাস্তা খারাপের জন্য সঠিক সময় হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি যার ফলে ওই যুবকের মৃত্যু হয়েছিল অবশেষে রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ । আর সেখানেই গাফিলতি ধরা পড়ল তাদের ।

স্থানীয় সূত্রে জানা যায় , নারায়ণপুর হাই স্কুল থেকে রুইদাস পারা পর্যন্ত 495 মিটার বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে স্থানীয় নারায়নপুর পঞ্চায়েত কর্তৃপক্ষ । কাজ চলছিল কিন্তু সেই কাজ অত্যন্ত নিম্নমানের সমগ্রী দেওয়া হচ্ছে এমনটাই দাবি গ্রামবাসীদের । এতটাই নিম্নমানের কাজ হচ্ছে যে খালি হাতে রাস্তার পিচ তুলে ফেলা যাচ্ছে ।

এখানে প্রশ্ন উঠছে পঞ্চায়েত কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে । তবে কি এখানেও লুকিয়ে রয়েছে কাটমানি উঠছে প্রশ্ন । তবে গ্রামবাসীরা এই মুহূর্তে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন ।

রাজু রুইদাস নামে এক গ্রামবাসী বলেন , অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে আমাদের দাবি পুনরায় সঠিকভাবে এই রাস্তা তৈরি করা হোক ।

স্থানীয় বিজেপি নেতৃত্ব অবশ্যই এর পেছনে তৃণমূল নেতাদের কে দায়ী করছেন । বিজেপি নেতা তুহিন চক্রবর্তী বলেন , তৃণমূল নেতারা কন্টাক্টটারদের কাছ থেকে পার্সেন্টেজ নিয়ে এরকম নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করছে । পুনরায় রাস্তা সংস্কার সঠিকভাবে নাহলে এই রাস্তার কাজ বন্ধ থাকবে বলে জানান তিনি ।

তবে বিজেপির তোলা এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । নারায়ন পুর অঞ্চল সভাপতি আশিশ মিদ্দা বলেন , বিজেপির উস্কানিতে স্থানীয় বাসিন্দারা এসব করছে । তবে যদি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হয় তা আমরা খতিয়ে দেখব আমরা উন্নয়নের সাথে আছি ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments