দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা বেহাল অবস্থায় পড়েছিল। স্থানীয়রা বরাবর রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিল। সেই দাবির মতো রাস্তার কাজ শুরু হলেও নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হলেন চাঁচলের ওমরপুর মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের শতাধিক গ্রামবাসীরা।
জানা গিয়েছে, এই দিন তারা রাস্তার কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, চাঁচলের পাঞ্চালি পাড়া থেকে মতিহার পুর পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল।প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা যা বাংলা গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের অধীনে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে।
https://www.facebook.com/230205334351193/videos/125456469137669
কিন্তু রাস্তা পরিষ্কার না করে শুধুমাত্র পাতলা করে পিচের আস্তরণ দেওয়া হচ্ছে। তাই এই নিম্নমানের কাজের জন্য এখনই পিচের আস্তরণ উঠতে শুরু করেছে। এর প্রতিবাদে তারা রাস্তার কাজ বন্ধ রেখেছে। গ্রামবাসীরা কাজের সিডিউল দেখতে চাইলে ঠিকাদার সংস্থার লোকেরা সেই সিডিউল দেখাতে চান না।
যদিও ঠিকাদার সংস্থার লোকেদের দাবি, তারা সিডিউল মেনেই কাজ করছেন। গ্রামবাসীদের এই অভিযোগ মিথ্যে। তারা ঠিকঠাক মতন কাজ করছে।