রতুয়া ২ ব্লকের মহারাজপুরে ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করা হল।
শনিবার সকালে ফিতে কেটে রাস্তার কাজের সূচনা করেন মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসুল হক।
https://www.facebook.com/230205334351193/videos/700037150605229
এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রতিনিধিসহ এলাকাবাসীরা।স্থানীয়দের দাবি মত মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের অর্থ তহবিল থেকে সাড়ে তিন লক্ষ টাকা বরাদ্দে এই রাস্তার কাজের সূচনা করা হয়।
রাস্তার কাজ শুরু হতেই খুশি এলাকাবাসীও মানুষের