রাতের অন্ধকারে পথ দুর্ঘটনায় মৃত্যু 1 এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনা বিষ্ণুপুর থানার বেলিয়াড়া গ্রামের রাজ্য সড়কের ওপর I
স্থানীয় সূত্রে জানতে পারা যায় কুশদ্বীপ অঞ্চলের সাহাপুর গ্রামের বাসিন্দা অজয় সেন পেশায় মুদিখানা ব্যবসায়ী I
আজ সন্ধ্যের পর অজয় সেন ওরফে বাপি সেন একটি টো-টো করে বিষ্ণুপুর থেকে দোকানের মালপত্র কিনে ফেরার পথে বেলিয়াড়া সংলগ্ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম এর সামনে একটি 10 চাকা লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান । এবং ঘাতক লরি চালক লরিটি কে নিয়ে চম্পট দেয় I এরপর খবর দেয়া হয় রাধানগর ফাঁড়ির পুলিশ কে খবর পেয়ে তড়িঘড়ি রাধানগর ফাঁড়ির পুলিশ এসে মৃত দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা জেলা হাসপাতালে পাঠায় ।
চালক পলাতক, লরি টি কে আটক করেছে বিষ্ণুপুর থানা পুলিশ।