ভাতারের পানোয়া গ্রামে স্ত্রীকে খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। উল্লেখ্য, কয়েকদিন আগে পূর্ব বর্ধমানের ভাতারের পানোয়া গ্রামে পারিবারিক অশান্তির জেরে স্ত্রী মমতাজ বিবিকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করে স্বামী রহমত সেখ। পুলিশ দেহ উদ্ধার করে এবং রহমতকে গ্রেফতার করে।
ধৃতকে হেফাজতে নিয়ে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে রহমত জানিয়েছে, একাধিক সংস্থার কাছ থেকে ঋণ নেওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধে।ঘটনার দিন তার শালার সঙ্গে রাজমিস্ত্রির কাজ করেছেন সে। রাত্রের দিকে বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী, দুই সন্তানকে নিয়ে শুয়ে রয়েছে। রহমত তার স্ত্রীকে ভাত বেড়ে দেওয়ার কথা বললে স্ত্রী তার কথার কর্ণপাত করেন নি। রহমতের মনে ক্ষোভের সঞ্চার হয়। স্ত্রীকে খুন করার পরিকল্পনা নেয়। গভীর রাত্রে সন্তানরা যখন ঘুমিয়ে পড়ে, ঠিক তখনই স্ত্রী মমতাজ বিবিকে জাগায় সে।
মিষ্টি মিষ্টি কথায় ভালোবাসার জালে স্ত্রীকে ফাঁসায় সে। এরপরই সুযোগ বুঝে গলায় ওড়না দিয়ে শ্বাসরোধ করে। মৃত্যু নিশ্চিত করতে শাবল দিয়ে মাথায় একাধিক জায়গায় আঘাত করে। পরিকল্পনামাফিক কাজ সারার পরই সাইকেল চড়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সে। বৃহস্পতিবার পুলিশী হেফাজতের পর রহমতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। রহমতের কঠোর শাস্ত্রীর দাবি জানিয়েছেন মৃতার বাবার বাড়ির লোকজন।